পড়ালেখা নিয়ে ৫টি বাংলা ওয়েবসাইট

আমরা প্রতিদিনই একটু একটু করে ইন্টারনেট ব্যবহারের উপর নির্ভর হয়ে যাচ্ছি।   ইন্টারনেট আমাদের কাজকে সহজ করে দিচ্ছে।  ইন্টারনেট সবাইকে অফলাইনের গন্ডি পেড়িয়ে অনলাইনে উম্মুক্ত বিশ্বে যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। 



আজ আমরা এমন কিছু ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যাহা আপনি বিভিন্ন বিষয়ে পড়ালেখা এবং নিজেকে যাচাই করে নিতে পারেন নির্দিষ্ট বিভাগে।


অনলাইনের পড়ালেখার এসব সাইটে রয়েছে অসংখ্য বিষয় ভিত্তিক টিউটোরিয়াল। এসব টিউটোরিয়াল দেখে এবং পড়ে আপনি নিজেকে ঝাঁজিয়ে নিতে পারেন আরো অনেক দুর্দান্ত ভাবে। চলুন এখনই দেখে নি এসব সাইট সম্পর্কে বিস্তারিত-


বিশ্ব বিখ্যাত অনলাইন কেন্দ্রিক শিক্ষা ওয়েব সাইট খান একাডেমী। বাংলাদেশের চেয়ে খান তার নিজের বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে এই ওয়েব সাইট বানিয়েছেন। স্বয়ং বিল গেটস নিজের সন্তানকে খান একাডেমী থেকে পড়াশুনা করতে বলেছেন। অতএব বুজে দেখুন খান একাডেমী আপনাকে অনেক কিছুতেই সাহায্য করতে পারে। 



বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গড়ে উঠা ওয়েব সাইট শিক্ষক যাত্রা করে ২০১২ সাল থেকে। এখানে আপনি বিভিন্ন বিষয়ের নানান লেচকার পাবেন। যেমন কম্পিউটার  বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান সহ আরো অনেক বিষয়ের বাংলা লেকচার পাবেন যা আপনাকে আপনার নিজ নিজ কোর্স সম্পূর্ণ করতে  আলাদা ভাবে সাহায্য করবে। বিস্তারিত এখানে দেখুন।


এই ওয়েব সাইট তৈরি হয়েছে দৈনিক ডেইলি স্টারের সহায়তায়। এখানে আপনি বাংলা ও ইংলিশ মিডিয়ামের সকল ক্লাসের আলাদা লেকাচার পাবেন। পাবেন বিস্তারিত বিশ্লেষণ এবং গাইড লাইন। এখানে গনিত , বাংলা, ইংলিশ, বিজ্ঞান সহ বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল এবং মডেল টেস্ট দেয়ার ব্যবস্থা রয়েছে। 


ইউটিউবে অঙ্ক শেখান চমক হাসান। চমক হাসান বুয়েটের একজন মেধাবী চাত্র ছিলেন। তিনি তার মননশীল নানান বুদ্ধিমত্তা দিয়ে গনিতের জটিল সব সমাধান করে দেখিয়েছেন খুব সহজে। তার টিউটোরিয়াল দেখে আপনার নিজের কাছেও মনে হবে গনিত এতো সহজ এবং মজার কেনো? হ্যা আর দেরি না করে এখনো দেখুন চমক হাসানের দুর্দান্ত সব টিউটোরিয়াল।


শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুতি কেমন হচ্ছে, ঘরে বসে এবং ক্লাসে পড়ালেখা করে নিজেকে কতোটা এগিয়ে নিয়েছেন তা যাচাই করতেই সৃজনশীল ডটকম সাহায্য করবে। এখানে রয়েছে অসংখ্য সৃজনশীল মডেল টেস্ট। বিভিন্ন ক্লাসের এসব টেস্ট দিয়ে শিক্ষার্থীরা নিজেকে ঝালিয়ে নিতে পারবে। এছারা এখানে রয়েছে সকল বিষয়ের উপর নানান লেকচার ও প্রশ্ন পত্র। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url