জেনে নিন কেন সব ঘড়ির বিজ্ঞাপনেই ১০টা ১০ বেজে থাকে? জানলে অবাক হবেন…

 জেনে নিন কেন সব ঘড়ির বিজ্ঞাপনেই ১০টা ১০ বেজে থাকে?

জেনে নিন কেন সব ঘড়ির বিজ্ঞাপনেই ১০টা ১০ বেজে থাকে? জানলে অবাক হবেন। চোখ এ়ড়ানোর মতো কোনও ব্যাপার নয় এটা । খেয়াল করেছেন সকলেই। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানতে চান। সকলের জন্যই আরও একবার রইল ঘড়ির এই রহস্য উন্মোচন।

১.   ১০.১০-এ ঘড়ির কাঁটাগুলোর বিন্যাস অনেকটা স্মাইলির মতো হয়। তাই ক্রেতার সঙ্গে অনেক বেশি কানেক্ট করে এই সময়টা। আগে ৮.২০ –কে ব্যবহার করা হত।

২. ঘড়ির কাঁটা ১০.১০-এ থাকলে ঘড়ির সবক’টি অ্যাট্রিবিউট স্পষ্ট দেখা যায়। ব্র্যান্ড, তারিখ বা অন্য কিছু থাকলে, সবই পরিষ্কার দেখা যায়।

৩. আরও একটি বিষয় হল, কাঁটার এই বিন্যাস ব্র্যান্ডের একটি আন্ডারলাইন হিসেবে কাজ করে।

৪. সেকেন্ডের কাঁটা ৩৫-এ থাকার যুক্তি একটিই। ১০.১০-এ ঘণ্টা এবং মিনিটের কাঁটার সঙ্গে ডিজাইনে এটিই সেরা সামঞ্জস্যপূর্ণ স্থান। সংগৃহীত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url