হিটলারের দূর্লভ ছবি

হিটলারের টেবিল। বাইরে যখন যুদ্ধ চলতো হিটলার তার সহযোগীদের নিয়ে এখানেই বৈঠক করতেন। সেখানে আরো থাকতেন এফা ব্রাউন, যাকে তিনি জীবনের শেষ দিনগুলোতে এই বাংকারের ভেতরে বিয়ে করেছিলেন।

ধারণা করা হয় এটিই হিটলারের শেষ অফিসিয়াল ছবি। ১৯৪৫ সালের ৩০শে এপ্রিল তিনি নিজেকে নিজে গুলি করে হত্যা করেন।

হিটলারের বসার ঘরের একটি নমুনা। এটাই ছিলো তার অফিস। কিন্তু আসবাবপত্রগুলো তখনকার সময়ের নয়।

এখানে বাংকারের একটি মডেল দেখা যাচ্ছে। ৩০টি কক্ষ আছে এখানে। ব্রান্ডেনবুর্গ গেটের কাছে রাইশ চ্যান্সেলরি গার্ডেনের কাছে বাংকারের এই নমুনাটি তৈরি করা হয়েছে।

একজন মার্কিন সৈন্যকে দেখা যাচ্ছে ১৯৪৫ সালে হিটলারের আত্মহত্যার পর পুড়ে যাওয়া বাংকারের ভেতরে।

কমিউনিস্ট পূর্ব জার্মানি ১৯৫৯ সালে হিটলারের বাংকার থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এই বাংকারেই জীবনের শেষ সময় কাটিয়েছিলেন জার্মান স্বৈরশাসক আডল্ফ হিটলার। নাৎসী যুগে বিমান হামলার হাত থেকে বাঁচার জন্যে এই বাংকার তৈরি করা হয়েছিলো। এর একটি নমুনা তৈরি করা হয়েছে রাজধানী বার্লিনে

যুদ্ধবিধ্বস্ত বার্লিনে হিটলারের কথিত কবরের সামনে রুশ সৈন্যদের পোজ দিয়ে তোলা ছবি, ১৯৪৫ সালে তোলা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url