বড় পর্দার ক্যারিয়ার সংকটে মাহিয়া মাহি


২০১২ সালে মাহি চলচ্চিত্রে আসেন এবং প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে মজবুত অবস্থান গড়ে নেন। ঢালিউডে নায়িকা সংকটকালে নির্মাতাদের ভরসা হয়ে ওঠেন তিনি। দেড় ডজনের মতো ছবিতে অভিনয় করেন। এসব ছবির সিংহভাগই ব্যবসাসফল। 

চলচ্চিত্রে যখন এমন সুদিন মাহির তখনই তাকে বড় পর্দায় আনা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণে এই হাউস ছাড়তে হয় মাহিকে। এর পর থেকেই মূলত মাহির ফিল্মি ক্যারিয়ারে অশনি সংকেতের বাঁশি বেজে উঠে। ঘরছাড়া সন্তানের মতো খুঁড়িয়ে হাঁটতে থাকেন তিনি। হাতে ছবির পরিমাণ কমে যায়। কালেভদ্রে অল্প ছবি পেলেও সেগুলো খুব একটা আলোর মুখ দেখেনি। 

এমন অবস্থায় নিজেকে লাইম লাইটে রাখতে নানা স্ট্যান্টবাজিরও আশ্রয় নেন তিনি। চলচ্চিত্র ছেড়ে যুক্তরাষ্ট্রে সেটেল হওয়ার ঘোষণাও দেন। বিয়ে সংক্রান্ত নানা গসিপও চাউর হয় তাকে নিয়ে। এভাবেই অনেকটা লম্বা সময় ধরে চলতে থাকে খুঁড়িয়ে হাঁটা মাহির ক্যারিয়ার। আর এমন অচলাবস্থার মধ্যে চলতি বছর হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন মাহি। চলচ্চিত্র জগৎসহ সবাই অবশ্য তার বিয়ের বিষয়টিকে ভালোভাবে নেয় এবং অ্যাপ্রিশিয়েট করে। কিন্তু আবারও বিপত্তি ঘটে। বিয়ের মাত্র কয়েক দিনের মধ্যেই এক যুবক দাবি করে বসেন মাহি তার বিয়ে করা স্ত্রী। দাবির পক্ষে কাবিননামাসহ নানা প্রমাণাদিও উপস্থাপন করা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। 

মাহিকে সবাই বাঁকা চোখে দেখতে থাকেন। এখান থেকেই নতুন করে শুরু হয় মাহির ক্যারিয়ারের টানাপোড়েন। মাহি এই বিয়ের দাবি অস্বীকার করলেও সবার মন্তব্য পূর্বের প্রেম বিয়ে গোপন করে আবার বিয়ের ঘটনা মাহির ফিল্মি ক্যারিয়ার নিঃস্ব করে দেবে। হয়েছেও তাই। বিয়ের আগে চুক্তিবদ্ধ হওয়া ‘হারজিৎ’ ছবিটি মাহিকে নিয়ে নির্মাণ করতে দ্বিধায় পড়েন প্রযোজক। তার আশঙ্কা নানা ঘটনা রটনায় মাহির ক্যারিয়ার প্রায় অস্তমিত। তাই তাকে নিয়ে ছবিটি নির্মাণ করলে হয়তো লোকসানের কবলে পড়তে হবে। এতে চলতি মাসের ১৮ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা নাকি এক মাসের জন্য পিছিয়ে গেছে। যদিও ছবির নির্মাতা বদিউল আলম খোকন এখনই কিছু বলতে নারাজ। শোনা যাচ্ছে প্রযোজক নাকি মাহিকে বাদ দিয়ে নতুন মুখ খুঁজছেন। 

সম্প্রতি মাহি ও শাকিব খানকে জুটি করে ‘আমার প্রতিজ্ঞা’ শিরোনামের একটি ছবি নির্মাণ চূড়ান্ত করেছিলেন বদিউল আলম খোকন। দুজনের সঙ্গে চুক্তিও প্রায় চূড়ান্ত হয়। কিছু দিন যেতেই বেঁকে বসেন শাকিব। তিনি মাহির সঙ্গে কাজ করতে আপত্তি জানান। কারণ না জানালেও অনেকের কথায় শাকিব খান নাকি বলেছেন নানা কারণে মাহির ক্রেজ শেষ হয়ে গেছে। তাই তাকে নিয়ে কাজ করলে ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে পারে। তাকে বাদ না দিলে এই ছবিতে কাজ করবেন না তিনি। মানে এ ছবি থেকেও বাদ পড়লেন মাহি। 

এদিকে আবারও জাজের ঘরে ফেরার সম্ভাবনা দেখা দেয় মাহির। ‘অগ্নি’ ছবির সিকুয়্যাল ‘অগ্নি থ্রি’-তে কাজ করবেন তিনি এমন কথা জোরেশোরে শোনা যাচ্ছিল। যদিও চাউর আছে মাহি নাকি অনেক দেনদরবার করে এই ছবির মাধ্যমে জাজে ফেরার চেষ্টা করেন। জাজও বলছিল যেহেতু আগের ‘অগ্ন্নি’ এবং ‘অগ্নি টু’-তে মাহি ছিল তাই অগ্নি থ্রি-তেও মাহি থাকা স্বাভাবিক। কিন্তু বেলা বেশি দূর গড়াল না। জাজের কর্ণধার আবদুল আজিজ এখন বলছেন, এই ছবিতে মাহিকে নেওয়াটাও চূড়ান্ত নয়। নতুন মুখ খুঁজছি। অর্থাৎ জাজ থেকেও বাদ পড়ছেন মাহি। 

তাহলে কি বড় পর্দায় মাহির দিন শেষ। এমন প্রশ্ন এখন চলচ্চিত্র দুনিয়াসহ সবার মুখে। তাদের জিজ্ঞাসা, মাহিকে তাহলে মিডিয়া ছাড়তে হবে। মাহিকে মুঠোফোনে খুঁজে না পেলেও একটি সূত্র জানায়, মাহি মিডিয়া ছাড়তে নারাজ। তার কথায়, বড় পর্দায় নাইবা থাকলাম, ছোট পর্দা তো আছেই। এমনিতেই টিভি পর্দায় বিশেষ দিনে বিশেষ আয়োজনে হাজির হই। এখন না হয় নিয়মিত হব। তারপরও মিডিয়া ছাড়ার প্রশ্নই আসে না। কারণ মিডিয়ার কল্যাণেই আজ আমি নায়িকা মাহি নামে পরিচিতি পেয়েছি। যদিও কিছু দিন আগে একটি টিভি চ্যানেল মাহিকে চাকরির প্রস্তাব দিলে মাহি নাক সিটকিয়ে বলেছিলেন আমি হচ্ছি বড় পর্দার নায়িকা। ছোট পর্দায় যাব কোন দুঃখে। কখনো ছোট পর্দায় যাচ্ছি না। আর এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাহি ছুটছেন ছোট পর্দার পেছনে। এর যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। 

ঈদ উপলক্ষে ছোট পর্দার একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাহি। শিরোনাম "উড়বো আমি ডানা মেলে"। ঈদের পরদিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে এটি। এ ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা চলছে তার। সবার কথায় বড় পর্দা হারিয়ে ছোট পর্দাই এখন শেষ ভরসা মাহির। দেখা যাক এখানে নিজেকে কতটা টেকাতে পারেন মাহি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url