ইউটিউব মাতালেন ঢালিউড অভিনেত্রী পরীমণি


পরী অভিনীত জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবির আরেকটি গান আজ বৃহস্পতিবার রাত ৮টায় ইউটিউবে প্রকাশিত হলো।

 'ধীম তানা' শিরোনামের এই গানটি চিত্রায়িত হয়েছে বাংলাদেশের কক্সবাজারে। এর আগে গত ৬ আগস্ট রাতে জাজ মাল্টিমিডিয়া 'রক্ত' ছবির 'ডানাকাটা পরী' গানটি ইউটিউবে প্রকাশ করে। পরবর্তীতে একই গান ছবিটির আরেক প্রোডাকশন হাউজ এসকে মুভিজ ইউটিউবে আপলোড করে। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীমণিকে।

 ছবিতে তার সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রিক্ত রোশান। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ঈদুল আজহায় 'রক্ত' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url