দাবাং থ্রি তে নায়িকার ভূমিকায় থাকছেন সোনাক্ষী
একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে আরবাজ খান জানান, 'দাবাং থ্রি' তে সোনাক্ষী সিনহা থাকছেন নায়িকা হিসাবে। কিন্তু আরও এক নায়িকাকে নেওয়া হচ্ছে এই সিনেমায়। নায়িকাদের মধ্যে মুখ্য ভূমিকায় কে থাকছেন তা স্পষ্ট করে এখনই জানাতে চাননি পরিচালক।
আরবাজ খান পরিচালিত সিনেমা 'দাবাং' দর্শক মহলে সারা ফেলে দিয়েছিল। সিনেমাটির প্রথম সিক্যুয়েলটির সাফল্যের পরে দ্বিতীয় সিক্যুয়েল তৈরির জন্য একরকম তৈরি পরিচালক। এতদিন সমস্যা ছিল এই সিনেমাটিতে নায়িকা হিসাবে কোন অভিনেত্রীকে নেওয়া হবে তা নিয়ে। বলি পাড়ায় শোনা যাচ্ছিল সোনাক্ষী সিনহার জায়গায় পরিণীতি চোপড়াকে নেওয়া হতে পারে। সেই সমস্ত জল্পনার অবসান হল বলে মনে করা হচ্ছে।
আরবাজ আরও জানান, আগামী বছরে এই সিনেমার শ্যুটিঁয়ের কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ২০১৮ তে ইদের সময়ে ছবিটি মুক্তি পাবে। এর আগের দুটি সিনেমাতে সলমন অভিনীত চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাক্ষী।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সোনাক্ষী জানান, যত ছোট চরিত্রই হোক দাবাং থ্রি তে অভিনয়ের সুযোগ এলে তিনি তা গ্রহণ করবেন। কারণ চুলবুল পান্ডের স্ত্রীর চরিত্রই তাকে বলিউডে বিশেষ জায়গা করে দিয়েছিল।