কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?
১৯০৮ সালের ২৭ অগাস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোটামুন্ড্রায় জন্ম স্যর ডনের। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ার ৯২ বছর বয়সে তিনি মারা যান।
বিভিন্ন সময়ে ক্রিকেট ভক্তদের মধ্যে এই নিয়ে আলোচনা চলতে থাকে। কে পৃথিবীর সেরা ব্যাটসম্যান? ডন ব্র্যাডম্যান নাকি শচীন তেন্ডুলকর? তালিকায় আরও কয়েকটি নাম যেমন সুনীল গাভাসকার, ব্রায়ান লারা, নাকি ভিভ রিচার্ডসদের নাম থাকলেও ডন আর শচীনের নামই সকলের আগে আসে।
পরিসংখ্যান বিচার করলে শচীনই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি সবমিলিয়ে ১০০টি শতরানের মাইলফলক ছুঁয়েছেন। সারা বিশ্বে আর কারও এই কৃতিত্ব নেই। তবে শচীনকে সবমিলিয়ে সর্বকালের সেরা অবশ্যই বলা যাবে না। তিনি এইযুগের সেরা।
সর্বকালের সেরা অবশ্যই স্যর ডন ব্র্যাডম্যান। সে যুগে টেস্ট ছাড়া অন্য কোনও ফর্ম্যাটে ক্রিকেট খেলা হত না। বছরে বেশি টেস্ট খেলাও হতো না। তা সত্ত্বেও ৫২টি টেস্ট খেলেছিলেন ডন ব্র্যাডম্যান। এবং ৯৯.৯৪ গড়ে ২৯টি শতরান সহ ৬৯৯৬ রান করেছিলেন।
শুধু তাই নয়, ব্র্যাডম্যানই একমাত্র ব্যাটসম্যান যিনি এতগুলি শতরান করেও কখনও নব্বইয়ের ঘরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেননি। যতবার তিনি নব্বইয়ের ঘরে গিয়েছেন সেই ততবারই (মোট ২৯ বার) শতরান করেছেন। এর মধ্যে ১২টি দ্বিশতরান এবং দুটি ত্রিশতরানের ইনিংস।
অন্যদিকে শচীন টেস্টে কোনওদিনও ৩০০ রানের ইনিংস খেলতে পারেননি। মাত্র ৫টি দ্বিশতরানের ইনিংস রয়েছে শচীনের। স্যর ডনের আর একটি রেকর্ড রয়েছে যা বোধহয় আর কোনও ব্যাটসম্যানের নেই। স্যর ডন মোট ২৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। এবং এইকটি ম্যাচেই তিনি ২৮ হাজার ৬৭ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৯৫.১৪। এবং তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭টি শতরান করেন যা শচীনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েও নেই।
বিভিন্ন সময়ে ক্রিকেট ভক্তদের মধ্যে এই নিয়ে আলোচনা চলতে থাকে। কে পৃথিবীর সেরা ব্যাটসম্যান? ডন ব্র্যাডম্যান নাকি শচীন তেন্ডুলকর? তালিকায় আরও কয়েকটি নাম যেমন সুনীল গাভাসকার, ব্রায়ান লারা, নাকি ভিভ রিচার্ডসদের নাম থাকলেও ডন আর শচীনের নামই সকলের আগে আসে।
পরিসংখ্যান বিচার করলে শচীনই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি সবমিলিয়ে ১০০টি শতরানের মাইলফলক ছুঁয়েছেন। সারা বিশ্বে আর কারও এই কৃতিত্ব নেই। তবে শচীনকে সবমিলিয়ে সর্বকালের সেরা অবশ্যই বলা যাবে না। তিনি এইযুগের সেরা।
সর্বকালের সেরা অবশ্যই স্যর ডন ব্র্যাডম্যান। সে যুগে টেস্ট ছাড়া অন্য কোনও ফর্ম্যাটে ক্রিকেট খেলা হত না। বছরে বেশি টেস্ট খেলাও হতো না। তা সত্ত্বেও ৫২টি টেস্ট খেলেছিলেন ডন ব্র্যাডম্যান। এবং ৯৯.৯৪ গড়ে ২৯টি শতরান সহ ৬৯৯৬ রান করেছিলেন।
শুধু তাই নয়, ব্র্যাডম্যানই একমাত্র ব্যাটসম্যান যিনি এতগুলি শতরান করেও কখনও নব্বইয়ের ঘরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেননি। যতবার তিনি নব্বইয়ের ঘরে গিয়েছেন সেই ততবারই (মোট ২৯ বার) শতরান করেছেন। এর মধ্যে ১২টি দ্বিশতরান এবং দুটি ত্রিশতরানের ইনিংস।
অন্যদিকে শচীন টেস্টে কোনওদিনও ৩০০ রানের ইনিংস খেলতে পারেননি। মাত্র ৫টি দ্বিশতরানের ইনিংস রয়েছে শচীনের। স্যর ডনের আর একটি রেকর্ড রয়েছে যা বোধহয় আর কোনও ব্যাটসম্যানের নেই। স্যর ডন মোট ২৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। এবং এইকটি ম্যাচেই তিনি ২৮ হাজার ৬৭ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৯৫.১৪। এবং তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭টি শতরান করেন যা শচীনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েও নেই।