১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা
গত কাল পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় কুরবানি ঈদ আগামী ১২ তারিখের পরিবর্তে ১৩ তারিখ হবে। এই দিনে মহান আল্লাহতালার সন্তুষ্টির লক্ষ্যে ধর্ম প্রাণ মুসলমানরা পশু কুরবানি করে থাকে।
গত কাল চাঁদ দেখা কমিটি’র সভায় সারা দেশ থেকে আসা সংবাদ পর্যালোচনা করে ঈদুল আযহার এ তারিখ ঘোষণা করা হয়।
এর আগে, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উৎসব ঈদুল আযহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।
বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ১২ সেপ্টেম্বর ঈদুল আযহা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।