বৃহস্পতির আশ্চর্য দৃশ্য


গত ২৭ অাগস্ট, ২০১৬। মহাকাশ চর্চার ইতিহাসে সংযোজিত হল এক নতুন অধ্যায়। নাসা-র মহাকাশযান ‘জুনো’ বৃহস্পতির দুই মেরু প্রদক্ষিণ করতে সমর্থ হল। নাসা-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম সৌরমণ্ডলের সর্বৃহৎ গ্রহটির উত্তর ও দক্ষিণ মেরুর ছবি গ্রহণ সম্ভব হয়েছে ‘জুনো’-র সৌজন্যে।




 'জুনো’ কর্তৃক গূহিত এই ছবিগুলি এতটাই অপার্থিব যে, হতবাক হয়ে পড়েছেন বিজ্ঞানীরাও। ২ সেপ্টেম্বর নাসা-র তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তাঁরা তাঁদের বিস্ময় অকপটেই ব্যক্ত করেছেন। বৃহস্পতির মেঘের ছবি এর আগেই তুলেছিল মহাকাশ-টেলিস্কোপ হাব্‌ল। কিন্তু ‘জুনো’ যে ছবি পাঠিয়েছে, তার কাছে কিছুই লাগে না। ‘গ্যাস-দানব’ বৃহস্পতির মেরুপ্রভার বিরল এই দৃশ্যকে দেখে সত্যিই হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই। কেবল স্থিরচিত্র নয়, ভিডিও-ও তুলেত সমর্থ হয়েছে ‘জুনো' এই অসামান্য অপার্থিবতার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url