বিশ্বসেরা যত কার্টুন
বিশ্বজুড়ে ছোট ছেলে-মেয়েদের কাছে কার্টুন ব্যাপক জনপ্রিয়। অনেক ক্ষেত্রে বড়দের কাছেও কার্টুন সমানভাবে জনপ্রিয়তা পায়। আর সবদিক থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মিকি মাউস। মিকি মাউস এতই জনপ্রিয় যে এটি হলিউডে ওয়াক অব ফেম-এ স্থান পেয়েছে। অরও একটি জনপ্রিয় কার্টুন হচ্ছে দ্য সিম্পসন্স এবং সিম্পসন্স ২। এটিই সর্বপ্রথম কার্টুন যেটি এডাল্ট কন্টেন্ট সংযুক্ত। অর্থাৎ কার্টুনটি বড়দের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। আরও একটি জনপ্রিয় কার্টুন সিরিজ হলো লুনলি টিউনস। বাগস বানি হলো এ সিরিজটির জনপ্রিয় একটি চরিত্র সব বয়সী দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়। টম অ্যান্ড জেরি-কে চেনে না বোধহয় এমন একজনও খুঁজে পাওয়া যাবে না। এ কার্টুন সিরিজটি গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইতিহাসভিত্তিক কার্টুন সিরিজ হলো রোড রানার। এটিও ব্যাপক জনপ্রিয় একটি কার্টুন সিরিজ। আরও একটি জনপ্রিয় কার্টুন সিরিজ হলো স্কুবি ডু। খুব সম্ভবত এখন অনেকেই আছেন যারা এ কার্টুন সিরিজটি দেখে দেখেই বড় হয়েছেন। স্টার ওয়ার্ল্ডে প্রচারিত জনপ্রিয় একটি কার্টুন শো হচ্ছে ফ্যামিলি গাই। ডক্টর অ্যাভিল হলো এ কার্টুনটির আকর্ষণীয় চরিত্র। দর্শকনন্দিত আরও একটি কার্টুন হলো ড্রাগন বল জে। জাপানিজ এ কার্টুনটি মিলিয়ন মিলিয়ন দর্শক বিশ্বজুড়ে দেখছে। সাউথ পার্ক নামের কার্টুনটিও গোটাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যদিও কার্টুনটি বাচ্চাদের জন্য নয়।