বিশ্বসেরা প্রাঙ্ক শো
সারাবিশ্বে টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে প্রাঙ্কবিষয়ক অনুষ্ঠানগুলো ব্যাপক জনপ্রিয়। এরকম একটি অনুষ্ঠান হচ্ছে জাস্ট ফর লাফ গ্যাগস। এ অনুষ্ঠানে সাধারণ মানুষের নানা বিদ্রূপাত্মক আচরণ একটি হিডেন ক্যামেরার মাধ্যমে ধারণ করে তা প্রচার করা হয়। এরকম আরও একটি জনপ্রিয় প্রাঙ্ক শো হচ্ছে ডা আলি জি শো। এ সিরিজটি আবর্তিত হয়েছে আলি জি নামক একটি চরিত্রকে কেন্দ্র করে। অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হয় চ্যানেল ফোর-এ তারপর এটি প্রচারিত হয় এইচবিওতে। হিডেন ক্যামেরা ব্যবহার করা হয় এরকম একটি অনুষ্ঠান হচ্ছে পাঙ্ক’ড। অনুষ্ঠানটি হোস্টিং করে অ্যাস্টন। মজার ব্যাপার হচ্ছে, এ অনুষ্ঠানটিতে ভিকটিম হয় মূলত সেলিব্রেটিরা। এ তালিকায় আছেন হেলি ব্যারি, জাস্টিন টিম্বারলেকস, কেইন ওয়েস্টসহ নামি-দামি সব সেলিব্রেটি। হিডেন ক্যামেরা ব্যবহৃত এরকম আরও একটি শো হচ্ছে স্কেয়ার টেকটিস। এ অনুষ্ঠানে ভিকটিমকে তার বন্ধুদের মাধ্যমে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসা হয় তারপর ভীতিকর একটি পরিস্থিতি তৈরি করে ভিকটিমকে ভয় দেখানো হয়। দ্য টম গ্রিন মো আরও একটি প্রাঙ্কনির্ভর অনুষ্ঠান। টম গ্রিন-এর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি শুরুতে কানাডার একটি টেলিভিশনে প্রচারিত হলেও পরবর্তী সময়ে এমটিভি ইউএসে প্রচারিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।