বিশ্বসেরা টেলিভিশন উপস্থাপক



জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অপেরাহ উইনফ্রে। জনপ্রিয় এ মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব টক শো উপস্থাপিকা হিসেবে ১৯৮০-এর দশকের মধ্যভাগ থেকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। একই সঙ্গে তিনি একজন মানবহিতৈষী ও গণমাধ্যম ধনকুবের। আন্তর্জাতিকভাবে বিস্তৃত টক শো ‘দ্য অপেরাহ উইনফ্রে শো’ তাকে একাধিক এমি অ্যাওয়ার্ড এনে দিয়েছে। এ শো টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি প্রচারিত বলে গণ্য। তিনি পাঁচবার ফর্বস্ ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা নির্বাচিত হয়েছেন। 

এরপরই আসে চেলসি জয় হ্যান্ডলারের নাম। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত এ টেলিভিশন উপস্থাপক একাধারে একজন কৌতুক অভিনেত্রী, লেখক এবং প্রযোজক। ২০১২ সালে টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর অন্যতম নির্বাচিত হন। 

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে জনপ্রিয় উপস্থাপক হলেন সান। সংগীত জগতে ক্যারিয়ার শুরু করা এ কণ্ঠশিল্পী মিউজিক সংশ্লিষ্ট বেশ কয়েকটি রিয়েলিটি শো উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। 

ডেভিড লেটার ম্যান-এর নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। ১৯৮২ সালে ‘লেট নাইট উইথ ডেভিড লেটার ম্যান’ নামের একটি জনপ্রিয় শো দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন। ভারতের জনপ্রিয় টক শো ‘ফ্রাঙ্কলি স্পিকিং উইথ অর্ণব’-এর হোস্ট অর্ণব গোস্বামীও উপস্থাপনায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নিউজ চ্যানেল টাইমস নাউ-এ নিউজ এডিটর হিসেবে কর্মরত এই উপস্থাপক ‘নিউজ আওয়ার’ নামে আরও একটি লাইভ বিতর্ক অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করে থাকেন। www.bd-pratidin.com
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url