জেনে নিন ডুবো ড্রোন কি জিনিস

ঠিক এরকমই একটি মার্কিন ডুবো-ড্রোন চীন আটক করেছে

আপনি জানেন কি ডুবো ড্রোন কি জিনিস? আকাশে ওড়া ড্রোনের কথা এখন সবাই জানেন, কিন্তু পানির নিচেও যে ড্রোন চলে তা হয়তো অনেকেরই অজানা।  জেনে নিন পানির নিচ দিয়ে চলতে পারে এমন একটি মার্কিন ডুবো-যান - যাকে বলা হছে আন্ডারওয়াটার ড্রোন।  এই ডুবো-ড্রোন তাহলে কি জিনিস? সহজ ভাষায়, এটি হচ্ছে এক ধরণের ক্ষুদে সাবমেরিন। যার ভেতরে কোন চালক নেই। 

মিলিটারি ডট কম নামে একটি ওয়েবসাইট বলছে, ২০১৫ সালের শেষ দিকে মার্কিন নৌবাহিনী এই আন্ডারওয়াটার ড্রোন মোতায়েন করা শুরু করে। এগুলো রেডিও সিগন্যাল দিয়ে পরিচালিত হয় না - যেমনটা আকাশে ওড়া ড্রোনের ক্ষেত্রে হয়। বরং পানির নিচের ড্রোন চলে সম্পূর্ণ স্বাধীনভাবে, এর ভেতরে বসানো কম্পিউটার এবং সেন্সর দিয়ে তা পরিচালিত হয়। 

মিলিটারি ডট কম সাইটকে রিয়ার এডমিরাল জোসেফ টোফালো বলেন, আনম্যানড আন্ডারওয়াটার ভেহিকল বা ইউইউভি -নামের এই ডুবো যান দিয়ে নানারকম 'বিপজ্জনক, নোংরা এবং একঘেঁয়ে' কাজগুলো করা হয়। ব্লুফিন-২১ নামে এক ধরণের ড্রোন দিয়ে নিখোঁজ মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০ অনুসন্ধানের কাজ চালানো হয়েছিল সাগরের ৫ হাজার ফিট নিচে।

 এ ধরণের ড্রোন ১৯৫০এর দশক থেকেই কাজ করছে। এখন নানা কাজে লাগানো হচ্ছে মোট ২৫০ ধরণের ড্রোন। বিবিস
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url