ইয়াহুর নতুন নাম আলতাবা
এতদিন ইয়াহু নামে ডাকতে হত। এখন ডাকবেন আলতাবা। ইয়াহু আর ইয়াহু থাকছে না। বদলে যাচ্ছে নাম। ইয়াহু হয়ে যাচ্ছে আলতাবা। ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার ইয়াহু পরিচালনা বোর্ড থেকেও সরে দাঁড়াচ্ছেন। ভেরিজন কমিউনিকেশন ইয়াহুকে কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত হওয়ার পর এই পরিবর্তনগুলো আসবে।
ইয়াহু পরিচালনা বোর্ড এর মূল ইন্টারনেট ব্যবসা অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপন, ইমেইল ও মিডিয়া সম্পদগুলো ৪৮৩ কোটি মার্কিন ডলারে ভেরিজনের কাছে বিক্রি করে দিচ্ছে।
গত বছরে দুবার ইয়াহুর বিশাল তথ্যভান্ডার হ্যাক হওয়ার তথ্য ফাঁস হয়। ভেরিজনের কর্তৃপক্ষ বলছে, এই হ্যাকিংয়ের ঘটনা তারা তদন্ত করবে। প্রথম আলো।