পানাম সিটি/নগর ঘুরে এলাম


যারা নিজের মত করে খুরতে যেতে চান তাদের জন্য পানাম নগর সুন্দর স্থান হতে পারে। আমি গত ২৬শে মার্চ আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম। পানাম নগর  যাবার জন্য নারায়ণগঞ্জ থেকে লোকাল পাবলিক বাস সার্ভিস দেয় বাধন নামে গাড়ি। এ বাসটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে সাইনবোড হয়ে চিটাগংরোড হয়ে সোনারগাও তারপর পানাম নগর যায়। বাসটি সারা রাস্তাতে লোক উঠায় আর নামায়। তবে যেহেতু পানাম সিটির সামনে লাষ্ট স্টপেজ তাইএটাতে যেতে পারেন।






পানাম নগরের পাশে রয়েছে শায়েস্তা খা এর রাজভবন ও যাদুঘর নিচের ছবি গুলো সেখানে তোলা। আর ভাল কথা এখানে জামদানি শাড়ি বিক্রি করা হয়।







Previous Post
No Comment
Add Comment
comment url