হারানো মানিব্যাগ ফিরে এল ৬৯বছর পর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষীয়ান সৈনিক রবার্ট বেল তাঁর মানিব্যাগটি হারিয়েছিলেন ১৯৪১ সালে। ফিরে পেলেন ৬৯ বছর পর। তাও আবার অক্ষত অবস্থায়। ছবি, পরিচয়পত্র সব কিছুই ঠিকঠাক আছে।
মার্কিন নাগরিক রবার্ট বেলের বয়স এখন ৮৮ বছর। তিনি ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো ভোকেশনাল স্কুলে ভর্তি হন জলযান মেরামতের চার মাসের প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ নেওয়ার সময়ই তিনি মানিব্যাগটি হারিয়ে ফেলেন। সেখানে ছিল নৌবাহিনীর পোশাক পরা তাঁর কয়েকটি ছবি, পরিচয়পত্র ও এক বান্ধবীর ছবি। ২৫ বছর পর বেলের মানিব্যাগটি খুঁজে পান ওই স্কুলেরই এক বিদ্যুৎমিস্ত্রি। স্কুলের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে মেঝেতে কাগজপত্রসহ বব জর্ডান নামের ওই বিদ্যুৎ মিস্ত্রির হস্তগত হয় মানিব্যাগটি। তিনি দীর্ঘদিন বেলকে খোঁজাখুঁজি করেন মানিব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য। তাঁকে না পেয়ে বব এটি হস্তান্তর করেন ডাক বিভাগের কর্মকর্তা জোসেফ ক্রেইগের কাছে। ক্রেইগ গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেক সেনা আলবার্তো ভেলসকোর সঙ্গে যোগাযোগ করেন। পরে ইলিনয় অঙ্গরাজ্যের প্রশাসনের সহযোগিতায় মানিব্যাগটি পৌঁছে দেওয়া হয় বেলের কাছে। দীর্ঘ ৬৯ বছর পর হারানো মানিব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বিস্মিত বেল বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এও কি সম্ভব!’