গ্রাহাম বেল টেলিফোনের জনক


Alexander Graham Bell

আলেকজান্ডার গ্রাহাম বেলকে (১৮৪৭—১৯২২) টেলিফোনের জনক বলা হয়। স্কটল্যান্ডের এডিনবার্গে জন্ম তাঁর। ১৮৭০ সালে কানাডা এবং এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তারপর ক্রমেই শব্দ-বিজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে ওঠেন এবং তাঁর প্রথম উদ্ভাবন শ্রবণপ্রতিবন্ধীদের শব্দ শুনতে সহায়তা করেছিল। এ নিয়ে গবেষণা চলাকালে বেল একটিমাত্র তার ব্যবহার করে অন্য স্থানে শব্দবার্তা প্রেরণ করার একটি পদ্ধতি আবিষ্কার করেন। ১৮৭৬ সালে তিনি সম্পূর্ণভাবে এই যন্ত্রটি তৈরি করেন, যেটিকে তিনি হারমোনিক টেলিগ্রাফ বলতেন। এটাই ছিল পৃথিবীর প্রথম টেলিফোন।

টেলিফোন, রেডিও উপগ্রহ
যোগাযোগের মাধ্যম হিসেবে টেলিফোন ব্যবহারের শুরুর দিকে একটি নির্দিষ্ট তারের মাধ্যমে টেলিফোন একটির সঙ্গে অন্যটির সংযোগ ছিল। আর এভাবেই সমুদ্রের নিচ দিয়ে তারের মাধ্যমে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যোগাযোগ হতো। রেডিও আবিষ্কারের মাধ্যমে প্রথম তারহীন যোগাযোগব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু পৃথিবীর বহির্ভাগ বাঁকা থাকার কারণে সেই শব্দতরঙ্গ খুব বেশি দূরে পৌঁছাত না। এরপর কৃত্রিম উপগ্রহের আবিষ্কার বদলে দিল সবকিছুই। পৃথিবীর বিষুবরেখা থেকে অনেক উঁচুতে এগুলো বসানো হলো এবং পৃথিবীর গতিপথের সঙ্গে মিল রেখে এই কৃত্রিম উপগ্রহগুলো একটার পর একটা স্থাপন করা হলো। এর ফলে উপগ্রহগুলো একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। এই উপায়েই যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা হয়।
ভাষান্তর: মোছাব্বের হোসেন
সূত্র: ওয়ান্ডার ফ্যাক্টস 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url