জেনে নিন মেথি কিভাবে আপনার তারুণ্য ধরে রাখবে


বার্ধক্যকে কেউ চাই না। সবাই তরুণ থাকতে চাই। বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে ধরে রাখতে মেথির তুলনা নেই। এটি রক্তে চিনির মাত্রা কমিয়ে ডায়বেটিক রোগ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এছাড়া রক্তের ক্ষতিকর কোলেস্টরেল ও চর্বির মাত্রা কমিয়ে হার্ট ভালো রাখে।


  • মেথির স্বাদ তিতা হওয়ায় নিয়মিত খেলে শরীরের রোগ জীবানু বিশেষ করে কৃমি দূর হয়। ত্বকের ঘা, ফোড়াসহ ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়।
  • প্রতিদিন সকালে ১ টেবিল চামচ মেথি চিবিয়ে অথবা রাতে ১ গ্লাস পানিতে ১ টেবিল চামচ  ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি খেলে দ্রুত শরীরেরর অতিরিক্ত ওজন কমে যায়।
  • সমপরিমান লেবুর রস ও মধুর সঙ্গে মেথির গুঁড়া মিশিয়ে খেলে ঘাম দিয়ে জ্বর কমে যায়।
  • ১ টেবিল চামচ মেথির বীজের সঙ্গে ১ কাপ নারিকেল তেল গরম করে সকাল বেলা চুলে দিয়ে ঘণ্টাখানেক রেখে চুল শ্যাম্পু করলে চুল পরা বন্ধ হয়।
  • মুখের কালো দাগ, ব্রণ, ফুসকুরি হলে মেথি ভিজিয়ে রেখে বেটে পেস্ট করে ত্বকে লাগালে উপকার পাওয়া যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url