দাউদ ইব্রাহিমের পরিবারের সঙ্গেই থাকবেন শ্রদ্ধা কাপুর


অবশেষে নতুন ছবির জন্য নায়িকা খুঁজে পেয়েছেন পরিচালক অপূর্ব লাখিয়া। কেউ রাজি হচ্ছিলেন না তার ছবি ‘হাসিনা’র নায়িকা হতে! দীপিকা পাড়ুকোন শোনা মাত্রই ফিরিয়ে দিয়েছিলেন ছবি করার প্রস্তাব, সোনাক্ষী সিনহা অনেকটা এগিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসেন! যে ছবি তৈরি হচ্ছে দাউদ ইব্রাহিমের বোন মাফিয়া হাসিনা পারকারের জীবন নিয়ে, তাতে কে-ই বা অভিনয় করতে চাইবেন! বলিউড এখনও ভোলেনি, দাউদ ইব্রাহিমের নজরে পড়ার পর কী ভাবে তার নজরবন্দি হয়ে যেতে হয়েছিল নায়িকা মন্দাকিনীকে! সেই সব ঝুঁকি অগ্রাহ্য করে শেষ পর্যন্ত শ্রদ্ধা কাপুর রাজি হয়েছেন ছবিতে অভিনয় করতে। এবং, তাতে যা হওয়ার, তাই হয়েছে! দাউদ ইব্রাহিমের পরিবারের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়ছে তার। শোনা গেছে, ছবির সূত্রে হাসিনা পারকারের জুতোয় পা গলানোর আগে নায়িকা নিজেকে হুবহু তার মতো করে তুলতে চাইছেন। তাই ইদানীং তিনি যখনই সময় পাচ্ছেন, চলে যাচ্ছেন হাসিনার কাছে। জানা গেছে, হাসিনার যেমন ভাল লেগেছে শ্রদ্ধাকে, শ্রদ্ধাও তেমনই হাসিনার মধ্যে খুঁজে পেয়েছেন এক নতুন বন্ধু। শোনা যাচ্ছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু করবেন অপূর্ব। তার আগের বাকি সময়টুকু হাসিনা এবং তার পরিবারের সঙ্গেই কাটাবেন শ্রদ্ধা! হুবহু হাসিনা পারকার হয়ে ওঠার জন্য!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url