সালমানের যৌন জীবনের গোপন কথা
বলিউড অভিনেতা সালমান খান বিয়েটা কবে করছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত গোটা গণমাধ্যম। কিন্তু সেই সালমান খানই কিনা বললেন, তার শুধুমাত্র একটা সন্তান চাই, আর এজন্য বিয়ের কোন প্রয়োজন নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সালমান বলেন, “ভবিষ্যতে সন্তান চাই; তবে এর জন্য বিয়ের কোনো প্রয়োজন দেখি না। ”
এদিকে, করন জোহরের সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করন’-এ সালমান খান সম্প্রতি হাজির হয়েছিলেন। সালমানের সঙ্গে ছিলেন তার দুই ভাই, আরবাজ আর সোহেল খান।
করন-এর সঙ্গে নানা হাসি-ঠাট্টায় সময় পার করেছেন তিন ভাই; তবে সেসব ঠাট্টার মাঝেও সালমানের যৌনজীবনের গোপন কথার হাড়ি হাটের একেবারে মধ্যখানে ঠিকই ভেঙে দিয়েছেন তারা।