ত্রিমাত্রিক ডিজিটাল ক্যামেরা
জাপানের ফুজিফিল্ম কম্পানি বিশ্বে প্রথমবারের মতো নতুন ত্রিমাত্রিক ক্যামেরা তৈরি করেছে। এ ক্যামেরার দুটি চোখ (লেন্স) রয়েছে। এই দুই চোখের মাহাত্ম্য বুঝতে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে হবে। আমরা কি কখনো ভেবে দেখেছি, আমাদের কেন দুটি চোখ? একটি চোখ থাকলে তাতে কী ক্ষতি? মূলত দুটি চোখ না থাকলে আমাদের চারদিকের দৃশ্যমান জগতকে আমরা কখনো ত্রিমাত্রিকভাবে দেখতে পারতাম না। ত্রিমাত্রা মানে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ। প্রথাগত আলোকচিত্র ও ছাপা ছবির ভেতরে দৈর্ঘ্য, প্রস্থ নামের দুটি মাত্রা থাকে। সেসব ছবি তুলতেও ক্যামেরার চোখ লাগে একটিই। এসব ক্যামেরায় তোলা ছবির 'বেধ' তথা গভীরতা নামের মাত্রাটি না থাকলেও আমরা পরিচিত ছবির অভ্যাসগত কারণে সেসব ছবির 'বেধ' কল্পনা করে নিই।
নতুন এই 'ফাইনপিক্স' ক্যামেরা বিশেষ ধরনের থ্রিডি (ত্রিমাত্রিক) কাগজের ওপর প্রিন্ট করা যাবে। এ ছাড়া ক্যামেরার ভিউ-ফাইন্ডারেও এসব ছবি ত্রিমাত্রিকভাবে দেখা যাবে। স্থিরচিত্রের পাশাপাশি এ ক্যামেরা উচ্চমানের ত্রিমাত্রিক ভিডিও চিত্রও ধারণ করতে পারবে।
থ্রিডি সিনেমা দেখতে এক ধরনের বিশেষ চশমার প্রয়োজন হলেও এ ক্যামেরার তোলা থ্রিডি ছবি খালি চোখেই দেখা যাবে। দুটি লেন্সের সাহায্যে এ ক্যামেরা একই বস্তুর যুগপৎ দুটি কোণ থেকে ছবি ধারণ করবে, যা এর ত্রিমাত্রিক রূপ দেবে। এ জন্য ক্যামেরাটিতে 'লেনটিকুলার' নামে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আগামী মাসে নতুন এ ক্যামেরা বাজারজাত করার কথা রয়েছে। সূত্র : ইন্ডিয়াটকিজ।