ইতিহাস কাঁপানো ১০০টি সেরা সিনেমার নাম

টাইম ম্যাগাজিন ১০০টি সেরা সিনেমা বাছাই করেছিল। সেখানে টপটেন সাউন্টট্রাকে ছিল- দ্য অ্যাডভেঞ্চার অব রবিনহুড (১৯৩৮), সিটিজেন কেইন (১৯৪১), ফ্রেড অ্যাসটেয়ার অ্যান্ড জিঞ্জার রজার্স (১৯৪৯) অন দ্য ওয়াটারফন্ট (১৯৫৪), দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম (১৯৫৫), জুলেস অ্যাট জিম (১৯৬২), দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি (১৯৬৬), লরা (১৯৭৯) এবং সাউথ পার্ক : বিগার, লংগার অ্যান্ড আনকাট (১৯৯৯)।


ইন্টারনেট মুভি ডাটাবেসের সেরা দশে রয়েছে- দ্য শশাঙ্ক রিডাম্পশন (১৯৯৪), দ্য গডফাদার (১৯৭২), দ্য গডফাদার টু (১৯৭৪), দ্য ডার্ক নাইট (২০০৮), টুয়েলভ অ্যাংরিম্যান (১৯৫৭), সিল্ডারস লিস্ট (১৯৯৩), পাল্প ফিকশন (১৯৯৪), দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি (১৯৬৬), দ্য লর্ড অব দ্য রিংস : দ্য রিটার্ন অব দ্য কিং (২০০৩) এবং ফাইট ক্লাব (১৯৯৯)।

রটেন টমেটোসে সেরা দশে রয়েছে- দ্য উইজার্ড অব অজ (১৯৩৯), দ্য থার্ড ম্যান (১০৪৯), সিটিজেন কেইন (১৯৪১), অল অ্যাবাউট ইভ (১৯৫০), অ্যা হার্ড ডেইস নাইট (১৯৬৪), দ্য কেবিনেট অব ডক্টর কেলিগেরি (১৯২০), মডার্ন টাইমস (১৯৩৬), দ্য গডফাদার (১৯৭২), ই টি দ্য এঙ্ট্রা টেরেস্ট্রিয়া (১৯৮২) এবং মেট্রোপোলিস (১৯২৭)।

মেটাক্রিটিকের শীর্ষ দশে রয়েছে- বয়হুড (২০১৪), প্যানস লেবিরিনথ (২০০৬), ক্যারল (২০১৫), হুপ ড্রিমস (১৯৯৪), ফোর মানথস, থ্রি উইকস অ্যান্ড টু ডেস (২০০৮), টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ (২০১৩), ডক্টর স্ট্রেঞ্জলাভ (১৯৬৪), রাতাতোলি (২০০৭), গ্রাভিটি (২০১৩), দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০) এবং জিরো ডার্ক থার্টি (২০১২) ব্রিটিস ফিল্ম ইনস্টিটিউটের সেরা দশে রয়েছে- ভার্টিগো (১৯৫৮), সিটিজেন কেইন (১৯৪১), টোকিও স্টোরি (১৯৫৩), লা রেগলে দু জিয়ু (১৯৩৯), সানরাইজ : অ্যা সং অব টু হিউম্যানস (১৯২৭), ২০০১ : অ্যা স্পেস অডিসি (১৯৬৮), দ্য সার্চারস (১৯৫৬), ম্যান উইথ অ্যা মুভি ক্যামেরা (১৯২৯), দ্য প্যাশন অব জন অব আর্ক (১৯২৭), এইট অ্যান্ড হাফ (১৯৬৩) ২০০১ : অ্যা স্পেস ওডিসি : স্ট্যানলি কুবরিক ষাটের দশকে বানান ২০০১ : অ্যা স্পেস ওডিসি।

সিনেমার মাধ্যমে চিন্তা-চেতনার পরিবর্তন সম্ভব আর সেটাই করে দেখিয়েছেন এই পরিচালক। সিনেমার প্রতিটি দৃশ্যই আপনাকে গভীরভাবে ভাবাবে। দর্শকের ভেতরে লুকায়িত রহস্যকে উন্মোচিত করবে। এটিকে সেরা কল্পবিজ্ঞান সিনেমা বললেও ভুল হবে না। এরপর মহাকাশ নিয়ে সফল সিনেমা হিসেবে জনপ্রিয় হয়েছে ২০১৩ সালে মুক্তি পাওয়া 'গ্রাভিটি'।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url